মাসুদ আজহারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলো পাকিস্তান

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার পর এবার চাপের মুখ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হল পাকিস্তান। মাসুদ আজহারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাক প্রশাসন। এছাড়া আজহারের কোথাও যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জইশ প্রধান কোনওরকম অস্ত্র ও গোলাগুলি কিনতে বা বিক্রি করতেও পারবে না। বুধবারই মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। তার সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে আল কায়দার যোগাযোগ থাকায় মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর বাসে ভয়াবহ হামলার দায় স্বীকার করে নিয়েছিল জইশ-ই-মহম্মদ। রাষ্ট্রপুঞ্জের নির্দেশ সর্বোতভাবে মান্য করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।

সূত্র: এই সময়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর