জাকির নায়েকের উপর ২৩৭ কোটি টাকা পাচারের অভিযোগ

ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন করেছে ভারত।

বিবিসি জানায়, জাকির নায়েক ভারত থেকে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৩৭ কোটি টাকা) অর্থ বিদেশে পাচার করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটর। তবে এই ইসলামি ব্যক্তিত্ব এ অভিযোগ অস্বীকার করেছেন। ইসলামি চ্যানেল পিস টিভির প্রতিষ্ঠাতা ৫৩ বছর বয়সী জাকির নায়েক।

এ সম্প্রচার মাধ্যমে ইসলামি বক্তব্য প্রচার করে বিশ্বব্যাপী তিনি বহুল জনপ্রিয়তা পেয়েছেন। দুবাই থেকে সম্প্রচারিত হওয়া টিভি চ্যানেলটির পৃথিবীজুড়ে ২০ কোটি দর্শক।

তবে তার বিরুদ্ধে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও সন্ত্রাসবাদের ইন্ধন দেওয়ারও অভিযোগ করে আসছে ভারত। ফলে দেশটিতে নিষিদ্ধ করে তার টিভি চ্যানেলটি।

২০১৬ সালে বাংলাদেশে হলি আর্টিজানে জঙ্গি হামলায় একজন হামলাকারী জাকির নায়েক দ্বারা অনুপ্রাণিত হয়েছে এমন খবর বের হলে, দেশটিতেও বন্ধ করে দেওয়া হয়েছে পিস টিভি। রাজধানী ঢাকায় ওই জঙ্গি হামলায় ২২ জন মানুষ নিহত হন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর