পদ্মানদীতে স্পিডবোট ডুবি, মৃত্যু ১ আহত ৫

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ৪ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীতে ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে গিয়ে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। বৃহস্পতিবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. মুরাদ হোসেন। তবে, তার ঠিকানা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, শিমুলিয়া ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটটির তলা ফেটে পানিতে ডুবে যায়। তাৎক্ষনিক যাত্রীরা সাঁতরে তীরে উঠে। এ সময় একজন নিহত ও পাঁচজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান,স্পিডবোট ডুবিতে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ঘুর্ণিঝড়ের প্রভাবে দুপুর সাড়ে ১২টা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোটগুলো দ্বিগুণ ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর