ঘূর্ণিঝড় ফণি: উত্তাল বঙ্গোপসাগরে ডুবলো জেলের ট্রলার

ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে একটি জেলে ট্রলার ডুবির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন গভীর দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় ফণি’র সর্তক সংকেত ও নিদের্শনা উপেক্ষা করে ১০ জন জেলে নিয়ে এদিন সকালে জামাল নামের একটি ফিশিং ট্রলার গভীর সমুদ্রে যায়। দুপুরে ট্রলারটি ডুবে যাওয়ার সংবাদ আসে। তবে এত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার জানান, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। বর্তমানে ট্রলারটি উদ্বারের ঘটনাস্থলে রয়েছি।

সূত্র:দেশ রূপান্তর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর