‘চাকরি দাও নইলে পদত্যাগ করো’

সরকারি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা। কিন্তু মেলেনি চাকরি। তাই প্রেসক্লাবের সামনে অনশন করছেন। তাদের শ্লোগান ‘চাকরি দাও নইলে পদত্যাগ করো’।

ভারতে পরীক্ষায় পাশ করেও চাকরি না পাওয়ায় কলকাতা প্রেস ক্লাবের সামনে ১৯ দিন ধরে অনশন করছেন একদল চাকরিপ্রার্থী। অনশনে প্রায় ৪০০ জন অংশ নিয়েছে। এর মধ্যে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনরতদের সাথে সোমবার (১৮ মার্চ) যোগ দিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অবিলম্বে চাকরি দিতে হবে, না হলে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এমন দাবিতে তিনিও সোমবার থেকে অনশন শুরু করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর