ঘূর্ণিঝড় ফণী: পর্যটক মহিলাকে বাঁচালো নুলিয়ারা

ধেয়ে আসছে বিশাল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ইতোমধ্যেই পুরীর মতো দীঘাতেও জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্র নামতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করেই সমুদ্রে নামলেন এক মহিলা পর্যটক। আর তাতেই ঘটে যাচ্ছিল বিপর্যয়। ঢেউয়ের চোটে সমুদ্র তলিয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু এগিয়ে আসেন নুলিয়ারা। নিজেদের জীবন বাজি রেখে প্রাণ বাঁচান ওই মহিলার।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ওল্ড দীঘাতে। জানা গিয়েছে, জানা গিয়েছে, মুম্বই নিবাসী ওই মহিলা পর্যটক ও তাঁর স্বামী তাদের কলকাতার আত্মীয়দের সঙ্গেই দলবেঁধে দীঘায় এসেছিলেন। ওই মহিলা পর্যটকের নাম সাবানা ফিরদৌস। সন্ধ্যাবেলায় সাবানা ফিরদৌস পুলিশের নিষেধ উপেক্ষা করেই নেমে পড়েন সমুদ্রে।

আর এরপরই উত্তাল ঢেউয়ের চোটে তলিয়ে যেতে থাকেন তিনি। বিপদ দেখে তখনই এগিয়ে আসেন নুলিয়ারা। ঝাঁপ দেন উত্তাল সমুদ্রে। শুধু তাই নয়, সমস্ত বাঁধা অতিক্রম করে প্রাণরক্ষা করেন ওই মহিলার।

সূত্র: এই সময়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর