ছাত্রীকে পেটানোর দায়ে শিক্ষিকার জেল-জরিমানা!

স্কুলে দুই বোন একে-অন্যের বোতল থেকে জল খেয়েছিল। এই ‘অপরাধে’ তাদের বেধড়ক পিটিয়েছিলেন প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা। তবে এ জন্য শাস্তি তাঁকেও পেতে হয়েছে। তাঁকে একদিনের হাজতবাসের সাজা দিয়েছে গোয়ার শিশু আদালত। জরিমানা করা হয়েছে ১.১ লাখ টাকা।

২০১৪ সালের ২৮ মার্চ ভাস্কোর ওই শিক্ষিকার বিরুদ্ধে মোরমুগাও থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিশু দুটির বাবা। তিনি অভিযোগ করেন, লাঠি দিয়ে তাঁর দুই একরত্তি কন্যাকে নির্মমভাবে পিটিয়েছেন শিক্ষিকা। শিশু আদালতের সভানেত্রী বন্দনা তেন্ডুলকর রায়ে জানান, অভিযোগ প্রমাণিত হয়েছে। গোযার শিশু আইনের ধারায় শিক্ষিকাকে একদিনের হাজতবাস দেওয়া হচ্ছে। আর জরিমানা করা হচ্ছে ১.১ লাখ টাকা। জরিমানা না-দিলে এক বছর হাজতবাস করতে হবে তাঁকে।

জরিমানার অর্থ ছোট্ট দুই বোনের নামে কোনও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই টাকা তারা তুলতে পারবে।

সূত্র: এই সময়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর