ফেনীতে মহান মে দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

“শ্রমিক মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফেনীতে আলোচনা সভা,শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এন,এম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজজামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,জেলা কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক জয়ন উদ্দিন।

এতে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত,ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর,জেলা হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল আফসার,জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ গুলজার,জেলা করাত কল সমিতির সভাপতি আবুল কালাম,ফেনী জেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান।

সভায় বক্তারা বলেন,শ্রমিকদের উন্নয়ন মানে প্রতিষ্ঠানের উন্নয়ন।তাই শ্রমিকদের নায্য পাওনা মালিকদের যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিতে হবে।শ্রমিক- মালিকের ঐক্যেই পারে যে কোন প্রতিষ্ঠানের উন্নতি সাধন করতে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর