যথাযোগ্য মর্যাদায় বেনাপোলে বিশ্ব শ্রমিক দিবস পালিত

“দুনিয়ার মজদুর এক হও”এ শ্লোগানকে সামনে রেখে স্থল বন্দর বেনাপোলে মহান মে দিবস(বিশ্ব শ্রমিক দিবস)পালন করেছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক,মটর শ্রমিক সংগঠন, বাস-ট্রাক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

(বুধবার ১লা মে)সকালে বেনাপোল স্থল বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক ভাবে মহান মে দিবসের শোক র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় বেনাপোল বন্দরের ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা এক শোক র‌্যালি শেষে ২নং গোডাউনের সামনে নিজস্ব কার্যালয়ে নিহত শ্রমিকদের স্মরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

উক্ত আলোচনা সভায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কলি মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইব্রাহিম খলিল,আসিফ উদ-দৌল্লা- অলোক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহীদ,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ করিম মাছুদ,রাজু আহম্মেদসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর