পেকুয়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

পেকুয়ায় আনিছা বেগম (২২) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গতকাল সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহবধূ আনিছা বেগম পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার নেছার আহমদের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, আড়াই বছর আগে কাদিমাকাটা এলাকার শাহ আলমের ছেলে কামাল হোসেনের সাথে আনিছা বেগমের বিয়ে হয়। স্বামী কামাল হোসেন বিয়ের পর থেকে আনিছাকে প্রতিনিয়ত যৌতুকের দাবিতে মারধর এবং শারীরিক নির্যাতন করতো। সর্বশেষ গতকাল স্বামী কামাল হোসেন, শাশুড়ি বুলবুল আক্তার ও দেবর মামুন তাকে রাতভর নির্যাতনে গৃহবধূ আনিছা বেগম অচেতন হয়ে পড়লে বাড়িতে আটকে রাখে। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর