সুবিধাবঞ্চিতদের জন্য ‘ঈদে চাই নতুন জামা’ প্রজেক্ট

ঈদ মানে খুশি। ঈদের এই খুশিকে আরো বাড়িয়ে দেয় নতুন জামা। আমাদের চারপাশে তাকালে এমন অনেক শিশুদের দেখা যায় যাদের দৈনন্দিন চাহিদা গুলো
অপূর্ণ থেকে যায়।

তাদের কাছে নতুন রং-বেরং এর জামা পাওয়া মানে ঈদের চাঁদ পাওয়ার মতোই। সুবিধাবঞ্চিত এসকল শিশুদের কাছে ঈদের হাসি পৌঁছে দিতে পঞ্চম বারের মত ‘ঈদে চাই নতুন জামা’ প্রজেক্ট শুরু হয়েছে। ২০১৫ সাল থেকেই সফল ও প্রশংসনীয় আমাল ফাউন্ডেশন প্রজেক্ট। আমাল ফাউন্ডেশন এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

এ বছর চরাঞ্চল, রোহিঙ্গা শিশু ও ঢাকার বস্তিগুলোসহ সারাদেশে মাসব্যাপী চলবে তাদের এ কার্যক্রম। আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইশরাত কারিম ইভ বলেন, ‘ঈদে চাই নতুন জামা’ প্রজেক্টটি গত কয়েক বছর ধরেই সবার কাছে অনেক প্রশংসা কুড়িয়েছে। আমরা এ বছরও বড় পরিসরে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই ঈদের আনন্দ। অনেক বেশি কিছু না হোক, একটি নতুন জামা দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের খুশিতে সামিল হতে চাই। সাহায্য পাঠাবেন যেভাবে: আপনি চাইলে নিজেই শিশুদের জামা কিনে দিতে পারেন অথবা বিকাশ এ টাকা পাঠাতে পারেন ০১৭৪৪৬৬৬১৬৫ এ (পার্সোনাল) এই নাম্বারে। সরাসরি যোগাযোগের জন্য: আমাল ফাউন্ডেশন, ১০৭/৮ মোহাম্মদপুর হাউজিং লিমিটেড, ঢাকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর