কোরআনের আইন পরিবর্তন করলে ছাড় নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান ভাগ নিশ্চিতকরণের নামে কোরআনের আইন পরিবর্তনের পাঁয়তারা করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, ‘শরিয়তের আইন পরিবর্তনের সাহস দেখালে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’

বুধবার (১ মে) সকাল ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিতের পূর্ব চত্বরে মহান মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘সরকার নাস্তিক-মুরতাদদের চক্রান্তে পা দিয়ে কোরআনের আইন পরিবর্তনের পাঁয়তারা করছে। এধরনের সাহস দেখালে ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানরা নীরবে বসে থাকবে না। নাস্তিক-মুরতাদগিরি দেখালে এদেশ থেকে বের হয়ে দেখাও। এদেশ মুসলমানদের দেশ, ৯২ ভাগ মুসলমানের দেশ। এদেশে ইসলাম নিয়ে চক্রান্ত করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইসলাম নারীদের সমান অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে। নারীদের অধিকার দিতে চাইলে কোরআন বর্ণিত নীতি বাস্তবায়ন করুন।’

সমাবেশের পর একটি র‌্যালি বায়তুল মোকাররম, পল্টন মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন— ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর