নীলফামারীতে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি এই শ্লোগানকে সামনে রেখে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন শ্রমিক সংগঠন।

জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্তরে প্রথমে আলোচনা সভা পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন জেলা প্রশাসন। র‌্যালীতে নেতৃত্বদেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, অতিরিক্তি পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুরতানা লাভলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুদৌলা জকি, নীলফামারী শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি বজলার রহমান, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ট্র্যাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ওয়ার্কাস পার্টির সভাপতি তপন কুমার রায় প্রমুখ।
এছাড়াও মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীতে, অংশ গ্রহন করেন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, মাইক্রো-পিকাআপ শ্রমিক ইউনিয়ন, নীলসাগর এগ্রো ইন্ডাষ্টিজ, হোটেল রেস্তরা শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন,জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, নীলফামারী সরকারি কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়ন, জেলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন, রাজশাহী কৃষি ব্যাংক শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক কর্মচারী লীগ, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, দোকান কর্মচারী শ্রমিক লীগ, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো।

অপরদিকে, জেলা বিএনপির শ্রমিক দলের আয়োজনে নীলফামারী পৌরসভা কার্যালয়ের সামনে মহান মে দিবস পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহব্বায়ক আলমগীর সরকার, সদস্য সচিব জহুরুল আলম ও জেলা শ্রমিক দলের আহব্বায়ক আব্দুর রহমান প্রধান প্রমুখ।

এ ছাড়াও, শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের ব্যানারে সকাল সাড়ে ১১ টার দিকে জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে বড় বাজার ট্রাফিক মোড় সংলগ্ন পরিষদের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহর প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে এসে আলোচনা সভা করে সভার সমাপ্তী করেন।
একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর