পাবনায় মফস্বল সাংবাদিক ফোরামের গণমাধ্যম সপ্তাহ পালন

সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণোয়ন করে আইডি কার্ড প্রদান করা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণোয়ন করা, ৬ষ্ঠ শ্রেণি থেকে,উচ্চতর ক্লাস পর্যন্ত গণমাধ্যম বিষয়ক অধ্যায় অন্তর্ভক্ত করা,পেশাগত কাজে নির্যাতন ও হামলা মামলা হলে এর ব্যায়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করা, সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণোয়ন করা, ডিজিটাল আইন সংশোধন ও তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার আগে সাংবাদিককে গ্রেফতার না করা, কারো বিরুদ্ধে মামলা থাকলে প্রেস কাউন্সিলে দায়ের করা, সহ ১৪ টি দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা শাখা’র উদ্যোগে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি’র দাবিতে একটি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১মে ২০১৯) সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনের আব্দুর হামিদ সড়কে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক অফিসের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা শাখা’র আহবায়ক মোবারক বিশ্বাস’র সভাপেিত্ব র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিএমএ পাবনা জেলা শাখা’র সভাপতি আসলাম হোসেন বিশ্বাস মাসুদ, দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন জেলা শাখা’র সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন আরটিভি’র জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, দৈনিক আমাদের কন্ঠ’র জেলা প্রতিনিধি ও সদস্য সচিব শফিক আল কামাল, উপজেলার (বিএমএসএফ)’র সভাপতি ও প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, দৈনিক সংগ্রাম’র জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার, দৈনিক বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন’র সুজানগর উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, জয়যাত্রা টিভি ও বার্তা বাজার’র জেলা প্রতিনিধি রাকিবুল হাসান, সাম্প্রতিক দেশকাল ও দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমূখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর