ধামরাইয়ে বংশী নদীর তীরের মাটি কাটায় জরিমানা ও একজন আটক

রাজধানীর অদূরে ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বংশী নদীর তীরবর্তী অংশের মাটি অবৈধভাবে কেটে নেবার সময় একজনকে আটক এবং দেড় লক্ষ টাকা জরিমান করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় অবৈধ ভাবে মাটি কাটায় সৈকত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ধামরাই ইউএনও আবুল কালাম আজাদ জানান, এই চক্রটি অনেকদিন যাবত এই ধরনের অবৈধ কাজ করে আসছিলো। আজ গোপনসূত্রে খবর পেয়ে সোমবাগ এলাকা অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ‘ভেকু’ (খননযন্ত্র)পুড়িয়ে দেয়া হয় বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর