কে হচ্ছেন বিএনপির সংরক্ষিত নারী এমপি ?

একাদশ জাতীয় সংসদে নিয়ম অনুসারে বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। ইতিমধ্যে ৪৯ আসন পূরণ হয়ে গেছে। আইন অনুযায়ী, বিএনপি একটি আসন পাবে।

বিএনপি এখন সংরক্ষিত নারী আসন নেবে কি না,এই বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে একটি জাতীয় দৈনিক জানতে চাইলে তিনি এর সম্ভাবনা নাকচ করেননি।

দল কাকে মনোনয়ন দিচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওয়াকিবহাল সূত্র ইঙ্গিত দিয়েছে, সংরক্ষিত নারী আসনে টক শোর পরিচিত মুখ এবং বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম আলোচনায় আছে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি ব্রাক্ষ্মনবাড়িয়া-২ আসন থেকে দলের টিকিট প্রত্যাশী ছিলেন। কিন্তু পাননি।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রবলেন, এ বিষয়ে তিনি দলের সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর