গুলিস্তানে বোমা হামলার দায় স্বীকার আইএসের

রাজধানী ঢাকার গুলিস্তানে গতকাল সোমবার রাতে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস। ওই হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হন। সোমবার মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়িতে জঙ্গিদের ধরতে কমান্ডো অভিযানের প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইএস। খবর জাপান টাইমসের।

ওই হামলার দায় স্বীকার করে আইএসের একটি ঘোষণা আজ মঙ্গলবার টুইট করেছেন সাইট ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা রিটা কাটজ। আইএসের গতিবিধি বিশ্লেষণকারী রিটা ওই ঘোষণাকে আইএসের বক্তব্য দাবি করে সেটির একটি স্ক্রিনশটও দিয়েছেন।

রিটা কাটজ তার টুইট বার্তায় লিখেছেন, ঢাকায় পুলিশের ওপর বোমা হামলার মধ্য দিয়ে ২০১৭ সালের মার্চ মাসের পর এই প্রথম বাংলাদেশে হামলা চালালো আইএস। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার এক সপ্তাহের বেশি সময় পর এমন হামলার ঘটনা ঘটলো, যখন দক্ষিণ এশিয়ায় আইএসের হুমকি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গতকাল রাত ৮টার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ঘটনার সময় ওই এলাকার সার্জেন্ট আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়।

আহতরা হলেন ট্র্যাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), মো. লিটন ও কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ মাসে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএস।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর