ছাড় পাবে না নুসরাত হত্যায় জড়িতরা : প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যায় জড়িতদের কোন ছাড় নয়, প্রয়োজনে নতুন আইন করে যৌন নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

রাতে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যে অপরাধ করবে সে অপরাধী হিসেবেই বিবেচিত হবে, কোন দলের নয়।

জঙ্গিবাদ ও সন্ত্রাসকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা এ ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। এ জন্য বিশ্বব্যাপী জনমত তৈরীর পরামর্শও দেন তিনি।

এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য তোফায়েল আহমেদ উত্থাপিত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলা, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনাসহ ফেনীর নুসরাত হত্যায় ঘৃণা ও ক্ষোভ প্রস্তাব গ্রহীত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর