গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

ফেনী সদর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্যাহ খোন্দকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা,জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ,ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন,বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ নূরের নবী ভূঁঞা রাজু।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি মীর হোসেন দুলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিক উল্যাহ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবির আহম্মদ,প্রতিষ্ঠাতা সদস্য আলী হায়দার ভূঁঞা, বর্তমান সদস্য জাহানারা আক্তার,শরাফত উল্যাহ,বাহাউদ্দিন বাবলু,সেলিম উদ্দিন খাঁন,বেলায়েত হোসেন রুবেল,দেলোয়ার হোসেন বাহার,সাবেক সদস্য কামাল মোর্শেদ সেলিম,একেএম সিরাজুল ইসলাম মুন্সি।

শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন,শিক্ষকদের এখন নৈতিকতা নেই বললেই চলে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়ার পাশাপাশি কোথায় যায়,কি করছে এগুলোর নিয়মিত খোঁজ-খবর নিন। তিনি আরো বলেন,আমরা অবক্ষয় দূর করবো।সবসময় ভালো থাকবো,সমাজকে ভালো রাখবো।দেশকে ভালোবাসবো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর