কুষ্টিয়ায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টায় স্বাভাবিক সন্তান প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার কুষ্টিয়ার উপ-পরিচালক মৃণাল কান্তি সরকার।

ভেড়ামারা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ ঢাকার উপ-পরিচালক ডা.তৃপ্তি বালা।

কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর সমস্যা সম্ভাবনা শুনে কেন্দ্রগুলোর কাজ আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এসএম আসিফ সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় এমসিএইচ ইউনিটের দেড় শতাধিক মাঠকর্মীসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর