চট্টগ্রামের জলবদ্ধতার সমাধানে সিডিএ নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়

জলবদ্ধতা চট্টগ্রামের একটি বিরাট সমস্যা। এই সমস্যার সমাধান সহজ নয়। জলাবদ্ধতা নিরসনে আরও কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন।

তিনি এই বিষয়ে তার সর্বাত্মক চেষ্টা ও মনযোগের কথা জানিয়ে বলেন, চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প চলমান আছে। সোমবার দুপুরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিডিএ’র সচিব তাহেরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন, নোমান আল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামস।

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চলমান প্রকল্পগুলোর কোনো অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলে জানান, (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর