ঝিনাইদহে আয়ুর্বেদিক ঔষধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে আয়ুর্বেদিক ঔষধ তৈরীতে ঔষধি উদ্ভিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে বাণিজ্য মন্ত্রনালয়ের মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিশেন।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সভাপতি শিবব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসান। ঝিনাইদহের মেডিকো ল্যাবরেটরীজ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিশেন এর নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর এর পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান, অর্থ সম্পাদক নুরুল হক খলিফা, বিভাগীয় প্রধান আকরাম হোসেন, বিপিসি’র প্রতিনিধি ফাতেমা বিনতে রহমান। প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহের ৬ উপজেলার ১’শ জন আয়ুর্বেদিক চিকিৎসক, হাবস সরবরাহকারী, কোম্পানী প্রতিনিধি, কারখানা প্রতিনিধি অংশ নেয়। এসময় বক্তারা, আয়ুর্বেদিক ঔষধ তৈরীতে ঔষধি উদ্ভিদের ভূমিকা, করনীয়সহ নানা বিষয়ে আলোচনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর