চট্টগ্রামে রেয়াজউদ্দিন বাজার ও খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আসন্ন রমজান মাস উপলক্ষে চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার ও খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য ও পণ্যের মান স্থির রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

অন্যদিকে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

রেয়াজউদ্দিন বাজারে অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিন দোকানিকে ২০ হাজার টাকা ও খাতুনগঞ্জের এক আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রমজান মাসকে সামনে রেখে অভিযান শুরু উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর