সিরাজদিখানে বসত ঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে চর পানিয়া পশ্চিম পাড়া গ্রামের মোঃ কদু মুন্সীর একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি ।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছলেও স্থানীরা দেশীয় পদ্ধতিতে আগুন নিভাতে সক্ষম হয় এর আগেই বারান্দাসহ বড় ১টি চৌচালা ঘর পুড়ে ছাই হয়ে যায়। মোঃ কদু মুন্সী জানান, ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা,২০ বরি স্বর্ণালংকারএবং আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার পরিমান ক্ষতি হয়েছে আমার ।

বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব মাতবর বলেন, খবর পেয়ে কেরানীগঞ্জ থানার ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে । তবে আমরা ধারনা করছি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর