দুঃস্বপ্নের ম্যাচ কাটাল পেসাররা

নিউজিল্যান্ডের মাটিতে ভালো করতে হলে ভালো করতে হবে পেসারদের। সেজন্য পেস আক্রমনের উপর জোর দিয়েই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সাথে ছিল পার্টটাইম পেসার সৌম্য সরকার। সব মিলিয়ে পেসার হল চারজন।

এই চার পেসারকে সাহায্য করতে সাথে আছে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা। কিন্তু দেখা গেল সাহায্য করতে যাওয়া মানুষ গুলোই ছাড়িয়ে গেল আসলদের।

এই ম্যাচে বাংলাদেশের সেরা তিন পেসারের একজন আবু জায়েদ রাহি। ৩০ ওভার বোলিং করে ১০৩ রান দিলেও কোন উইকেট দখল করতে পারেননি।

এবাদত হোসেন ২৭ ওভারে ১০৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। আরেক পেসার খালেদ আহমেদ ৩০ ওভারে ১৪৯ রান দিলেও কোন উইকেটের দেখা পাননি।

উল্টো পথে পার্টটাইম পেসার সৌম্য সরকারই ছিলেন বেশি সফল। ২১ ওভার বোলিং করে ৬৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি। খরুচে বোলিং করলেও দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ১ ওভার বোলিং করে ৩ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন রিয়াদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর