বগুড়ার শেরপুর ২ দিনে চরমপন্থী (সর্বহারা) দলের ১০ সদস্য গ্রেফতার

বগুড়ার শেরপুরের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬ ও ২৭ এপ্রিল রাতে অস্ত্র মামলার আসামী সর্বহারা দলের ১০ সদস্যকে গ্রেফতার করছে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, রায়গঞ্জ থানার ১নং ধামাইনগর ইউপি দামুয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), সারাইল গ্রামের মৃত বানাত আলীর ছেলে ইসমাইল (৪৫) ও ইউসুফ আলী (৩৭), মৃত নাঈম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪৫), তাড়াশ থানার দেশীগ্রাম ইউপি গুড়পিঁপুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আল-আমিন (২৮), খলিলুর রহমানের ছেলে শামীম হোসেন (২৮), মৃত হাসান আলীর ছেলে আব্দুল আজিজ (২৭) এবং গত ২৭ এপ্রিল রায়গঞ্জ থানার ১নং ধামাইনগর ইউপি খিয়াইল গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে শ্রী দিলিপ চন্দ্র দাস (৪৫), তাড়াশ থানার দেশীগ্রাম ইউপি গুড়পিঁপুল গ্রামের মৃত নবাব আলী প্রাং ছেলে কামাল উদ্দিন প্রাং (৫৫), তাড়াশ থানার তালম ইউপি হাড়ীসোনা গ্রামের মৃত মেহের আলী আকন্দ ছেলে আবু সাঈদ (৬৫)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, টহল পুলিশের ওপর চরমপন্থীদের (সর্বহারা) হামলার ঘটনায় এএসআই নান্নু মিয়া গুলিবিদ্ধ হয় এতে শেরপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রেক্ষিতে উক্ত আসামীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর