নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার অবদান-বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ প্রতিপাদে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৮টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন জেলা লিগ্যাগ এইড কমিটি চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম ও কামরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও রকিবুল আক্তার, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায় ডা. রওশন আরা খানম, নওগাঁ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক শহীদুল ইসলাম আজামি, জেলা অ্যাডভোকেট বার অ্যাসেসিয়েশনের সভাপতি সালাউদ্দিন মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা জজ আদালত প্রাঙ্গনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর