ঘিওরে জমি ফেরতের দাবিতে সংখ্যালঘুদের মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে সংখ্যালঘু নৃতাত্বিক জনগোষ্ঠীর জমি দখল ও ঘড়বাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ জড়িতদের শাস্তি ও জমি ফেরতের দাবি করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সমতল আদিবাসী ফেডারেশনের সাধারন সম্পাদক শিপন সিং, অন্ধ প্রতিবন্ধী অধির চন্দ্র সরকার, সুকুমার সরকার, সাবেক আদিবাসী সভাপতি বিনোদ সরকার, চন্দন সরকার প্রমুখ।

উল্লেখ্য, এ্যাড. শামসুল হক নামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে আদালতের রায় অমান্য করে অধীর চন্দ্রের ঘর-দরজা ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ উঠেছে।

গত ২৩ এপ্রিল দুপুরে ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন ঘিওর থেকে ফুলহারা যাবার পথে রাস্তার উত্তর পাশে ঘিওর মৌজার আরএস রেকর্ড ৮২৩ দাগের ৯ ডিং ভূমির অধীর চন্দ্র সরকার জিতেন এবং সৈয়দ আব্দুল লতিফের স্বত্ব দখলীয় ভূমি সন্ত্রাসী কায়দায় ৭/৮ জন সন্ত্রাসী তথা সুমন হক এর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ছেলেদের মাধ্যমে ঘর-বাড়ি ভাঙ্গার অভিযোগ উঠেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর