শেরপুরে সর্বহারার দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ নিহত ২

বগুড়ার শেরপুরে সর্বহারার দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) দুই সদস্য নিহত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার দিবাগত রাত অনুমান পৌণে দুইটায় শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় এই বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র (১টি পিস্তল, ১টি ওয়ান শুটার), ৮ রাউন্ড গুলি, ২ টি চাপাতি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি হাতে লেখা ৩ টি পোষ্টার উদ্ধার করেছে।

নিহতদের দুজনের মধ্যে একজনের নাম আফসার আলী (৪৫) এবং অপরজন লিটন (৪০) বলে জানা গেলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত পূর্ণ পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত অনুমান দেড়টার দিকে ভবানীপুর বাজার এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত দুজনই সর্বহারা পার্টির সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার, ৮ রাউন্ড গুলি, ২ টি চাপাতি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হাতে লেখা ৩ টি পোষ্টার উদ্ধার হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর