অনুসন্ধানী প্রতিবেদন।। যাদবপুর ইউনিয়ন, ধামরাই

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের নিকট তথ্য অধিকার আইনে ২০১৮-২০১৯ অর্থবছরে সমগ্র ধামরাই উপজেলায় কাবিখা/টি আর/অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে সরকারী বরাদ্দ বিষয়ে তথ্য চাওয়া হয়। সেই অনুযায়ী তার প্রদত্ত ইউনিয়ন ভিত্তিক তথ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের আজকের পর্ব ৪ নং যাদবপুর ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পসমুহ।এই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান (মিজু)বরাদ্দকৃত প্রকল্পগুলির প্রকল্প সভাপতি হিসেবে ছিলেন।

উক্ত অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) সাধারণ কর্মসূচীর আওতায় ১ম পর্যায়ে একটি প্রকল্পে ৩.৪০ মেট্রিক টন খাদ্যশস্য সরকারী বরাদ্দ হিসেবে আসে। প্রকল্পটি হলো আমছিমুর শওকতের জমি হতে আফাজের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুনঃ নির্মাণ। প্রকল্পটি ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ কহিনুর আলমের দায়িত্বে সম্পন্ন হয়। সরেজমিন প্রকল্প স্থানে গিয়ে দেখা গেছে কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায়ে মোট দুইটি প্রকল্পে সরকারী বরাদ্দ আসে। প্রকল্প দুইটি হলো- যাদবপুর কুদ্দুস আলীর বাড়ি হতে নুরুল ইসলামের বাড়ির রাস্তা মাটি দ্বারা পুনঃ নির্মান (৮.০০০ মেট্রিক টন) এবং পাঁচলক্ষী হালিম সরদারের বাড়ি হতে জাহাঙ্গীরের বাড়ির পিছনে ইট সলিং পর্যন্ত রাস্তা নির্মাণ (৮.০০০ মেট্রিক টন)। সরেজমিন প্রকল্প দুইটি পরিদর্শণে গেলে দেখা গেছে সরকারি বিধি মেনে রাস্তা দুইটির কাজ সম্পন্ন করা হয়েছে। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রদত্ত তথ্যে দেখানো হয়েছে, রাস্তা দুইটির কাজ গত ১/১১/১৮ইং তারিখে শুরু হয়ে গত ১৮/১২/১৮ইং তারিখে সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে এই নির্ধারিত সময়সীমায় কাজ দুইটি সম্পন্ন হয়েছে জানা যায়।

২০১৮-২০১৯ ইং অর্থবছরে এই ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচীর আওতায় মোট পাঁচটি প্রতিষ্ঠানের বিপরীতে সরকারী অর্থ বরাদ্দ হিসেবে আসে। এগুলি হলো- আমছিমুর ঈদগাহ মসজিদ উন্নয়ন (বরাদ্দ ৯০,০০০/-), গোমগ্রাম খোলাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়ন (৫০,০০০/-), যাদবপুর ইউনিয়ন পরিষদের ভবন সংস্কার (রং করণ) এ বরাদ্দ ১,২৯,০০০ টাকা, গোমগ্রাম সার্বজনীন শ্মশান ঘাট উন্নয়ন (৪৩,২৭১/-) এবং গোমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (৪৩,২৭১/-)। সরেজমিন প্রতিষ্ঠানগুলিতে গিয়ে বরাদ্দকৃত অর্থের বিপরীতে সম্পন্ন কাজ পরিদর্শণ করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রদত্ত তথ্যের সত্যতা পাওয়া যায়।

যাদবপুর ইউনিয়নে ২০১৮-২০১৯ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ১ম পর্যায়ে মোট দুইটি প্রকল্পে সরকারী বরাদ্দ আসে। এ দুইটি হলো- রামভদ্রপাড়া সোবহান পীর সাহেবের বাড়ি হতে আমরাইল সারেং বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুনঃ নির্মাণ (বরাদ্দ ৫,১২,০০০/-) এবং গোমগ্রাম জলিলের বাড়ির পূর্ব পাশ থেকে আটিগ্রাম আলতাব মেম্বারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুনঃ নির্মান (বরাদ্দ ৪,৬৪,০০০/-)। সরেজমিন প্রকল্প দুইটি পরিদর্শণে গিয়ে দেখা যায় কাজ সম্পন্ন হয়েছে । এসময় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সরকারী বিধি মেনেই রাস্তা দুইটির কাজ সম্পন্ন হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রদত্ত তথ্যের সাথে সরেজমিন প্রকল্পগুলি পরিদর্শণে গিয়ে কোনোরূপ ব্যত্যয় পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর