ব্রাশফায়ারে নিহতের সংখ্যা বেড়ে ৭

নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পোলিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ১৬ জন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের দিঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতরা হলেন, সহকারী পোলিং অফিসার ও কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, আনসার ভিডিপি নেত্রী জাহানারা, সদস্য বিলকিস আক্তার, আল আমিন, মন্টু চাকমা, ও মিহির কান্তি দত্ত। নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সাজেক কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান আরব, সহকারী প্রিসাইডিং অফিসার মো. তৈয়ব, মনির হোসেন ও ৪ পুলিশ সদস্যসহ ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

পাহাড়ের আঞ্চলিক দল সন্তু লারমার জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান ও এক মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন বর্জনের মধ্যেই এই ঘটনা ঘটলো।

আজ সকাল ১০টার দিকে বাঘাইছড়িতে জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বড়ঋষি চাকমা (দোয়াতকলম), ভাইস চেয়ারমান্য সমিরণ চাকমা (বই), অমরশান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা (প্রজাপতি) ভোট বর্জন করেন। জাল ভোট, রাতেই ভোটবাক্স পূর্ণ করে কেন্দ্রে আনা, কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সংস্কারপন্থী জনসংহতি সমিতির (জেএসএস, এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুদর্শন চাকমা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর