শেরপুরে ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক নিহত

পূর্ব শত্রুতার জেরে শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে ইদ্রিস আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। সম্প্রতি শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনী দ্বন্ধের রেশ ধরে ধান কাটা নিয়ে বিরোধে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ওই চেয়ারম্যান হাবিবুর রহমান হবি’র সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক একই এলাকার মোক্তার আলী ও সোহরাব আলীদের বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিক হামলা ও মারধরের ঘটনাও ঘটে।

আজ সকালে কয়েকজন শ্রমিক নিয়ে সোহরাব আলী ধান কাটতে গেলে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান দেশীয় অস্ত্র ও লোকজন সাথে নিয়ে সোহরাব আলীদের ধাওয়া করে। এসময় দুপক্ষের ধাওয়া পালটা ধাওয়ার একপর্যায়ে চেয়ারম্যান হাবিবুর রহমান তার সাথে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে।

এতে সোহরাব আলীর চাচাতো ভাই ইদ্রিস আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর