পুলিশ পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

যশোরে পুলিশ পরিচয়ে ২লাখ টাকা চাঁদাদাবি করার অভিযোগে পুলিশের দুই সোর্সকে জনগণ ধরে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

(বৃহস্পতিবার ২৫শে এপ্রিল)সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় এ ঘটনাঘটে।গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন,যশোর শহরতলী নীলগঞ্জ সুপারী বাগান এলাকার ফারুক হোসেনের ছেলে বিল্লাল হোসেন ও যশোর শহরের বেজপাড়ার মৃত আব্দুল কাদের মোল্লার মেয়ে ও স্বামী পরিত্যক্তা মুন্নি।

পুলিশ ও স্থানীয় সূত্রেজানা যায়,বিল্লাল হোসেন ও মুন্নি যশোর কোতয়ালি পুলিশের জনৈক কর্মকর্তার সোর্স হিসেবে র্দীঘদিন যাবত কাজ করে আসছে। বৃহস্পতিবার সকালে পুলিশের সোর্স বিল্লাল হোসেন ও মুন্নী,পুলিশ পরিচয়ে সদর উপজেলার রাজারহাট এলাকায় জনৈক ব্যক্তির কাছে দুই লাখ টাকা চাঁদাদাবি করে।

ওখানে থাকা স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে দুই জনকে মারপিট শুরু করে।পরে তাদেরকে যশোর কোতয়ালি মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর