পাকুন্দিয়ায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সমাবেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে জেলা তথ্য অফিসের আয়োজনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারান্দী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষা সহায়ক কার্যক্রম, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

সহকারী তথ্য অফিসার মো. সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ। সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বর্তমানে ঘাতক ব্যাধি হিসেবে রুপ নিয়েছে। এই ঘাতক ব্যাধি হতে রক্ষা পেতে হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। অভিভাবকদের সচেতনতাই পারে একজন ভাল ও সুশিক্ষিত সন্তান গড়তে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর