অত্যাধুনিক কম্পিউটার ল্যাব,ব্যবহারিক সুবিধা, সুপরিসর ক্লাস রুম ও আবাসিক সুযোগ-সুবিধা সম্বলিত চার বছর মেয়াদী সিরাজগঞ্জে নর্দান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মিরপুর বিড়ালাকুটি এলাকায় নিজস্ব ক্যাম্পাসে নর্দান টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন,সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জে নর্দান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস আহমেদের সভাপতিত্ত্বে ও অধ্যক্ষ আনোয়ারুল কবির পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান,মোস্তফা কামাল খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।