শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পাবনায় আ’লীগ নেতা গ্রেফতার

পাবনা জেলার বেড়া উপজেলায় শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি হাজী নূর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে হাটুরিয়া গ্রামের বাড়ী থেকে বেড়া থানা পুলিশ তাকে আটক করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে থানা সূত্রে।

জানা যায়, হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তারের বিরুদ্ধে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নূর ইসলাম বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদের নিকট অভিযোগ করেন। সহকারী শিক্ষা কর্মকর্তা গত মঙ্গলবার দুই পক্ষকেই নিয়ে বসে এসব অভিযোগ সমাধানের সিদ্ধান্ত নেন।

আনীত অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক শামীম আক্তার ব্যাখ্যা দেয়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি নূর ইসলাম তাকে কিল, ঘুষি মারতে থাকেন। এর এক পর্যায়ে তিনি কক্ষের আসবাবপত্র দিয়ে শামীম আক্তারকে আঘাত করার চেষ্টা করেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়।

সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী নূর ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে শুনানির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি নূর ইসলাম তাকে কিল, ঘুষি মারাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আমরা মর্মাহত।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খাঁন বিদ্যালয়ের সভাপতি হাজী নূর ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে অাসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর