জীবন শঙ্কায় কাদের, মাউন্ট এলিজাবেথ থেকে আসছে ৩ চিকিৎসক

আর এই অবস্থায় তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তবে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন বাংলাদেশে। আজ ৩ মার্চ রবিবার সন্ধ্যায় তারা ঢাকায় এসে পৌঁছবেন বলে জানানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার কোন উপায় নেই বলেও জানান তিনি।

এ ব্যাপারে চিকিৎসক বলেন, ‘সেতুমন্ত্রীর তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে। উনার অবস্থা ওঠানামার মধ্যে আছে। তার জন্য সকলে দোয়া করবেন। যেহেতু উনি ভেন্টিলেশনে আছেন, সেহেতু উনি জীবনশঙ্কায় আছেন বলতে পারেন।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর