কাশ্মীরে জইশের পক্ষে নেতা শূন্য হয়ে পড়েছে!

সুরক্ষা বাহিনীর হাতে জইশের একাধিক শীর্ষ নেতা খতম হওয়ার পর, জম্মু-কাশ্মীরে নতুন করে আর কোনও নেতা খুঁজে পাচ্ছে না এই জঙ্গি সংগঠনটি। এমনটাই দাবি ভারতীয় সেনার।

লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলন বুধবার জানান, গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা কাণ্ডের পর থেকে সুরক্ষা বাহিনীর টার্গেটে জইশ নেতারা। ফলে, বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে এই সন্ত্রাসবাদী সংগঠনটির দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসছে না। এদিন শ্রীনগরে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল।

তিনি জানান, পুলওয়ামা পরবর্তী সেনা অভিযানে ৪১ সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। এর মধ্যে ২৫ জনই জইশ জঙ্গি। এর পরেও গাছাড়া মনোভাব দেখাতে নারাজ ভারতীয় সেনা।

তিনি জানান, কাশ্মীরে নতুন করে জইশকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জইশের হামলায় ৫০ জওয়ান নিহত হন।

সূত্র: এই সময় ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর