ইন্টারন্যাশনাল ওয়ানডে টিমের মর্যাদা পেলো আমেরিকা

WCL Division-এ হংকং-কে ৮৪ রানে হারিয়ে ওয়ানডে ইন্টারন্যাশনাল টিমের মর্যাদা পেল আমেরিকান ক্রিকেট টিম। তবে এই ডিভিশনের প্রথম ম্যাচটিতে হারতে হয়েছিল ট্রাম্পের দেশের ক্রিকেট টিমকে। দ্বিতীয় ম্যাচটিতে তার সহজ জয় লাভ করে হংকং-এর বিরুদ্ধে। যদিও এই স্টেটাস লাভ যে শুধু আমেরিকাই করল তা নয়। আরও একটি দেশ এই মর্যাদা লাভ করল। পর পর তিনটি ম্যাচ জিতে ওমানও ওয়াডে ক্রিকেট দলের মর্যাদা পেয়ে গেল।

আমেরিকার ওপেনার জেভিয়ার মার্শাল এ দিনের ম্যাচে সেঞ্চুরি পান। আর সেই সেঞ্চুরিই হংকং-এর বিরুদ্ধে আমেরিকাকে বড় রান খাড়া করতে সাহায্য করে। ৮ উইকেট হারিয়ে আমেরিকা করে ২৮০ রান।

অন্য দিকে হংকংকে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। আমেরিকার স্পিনার করিমা গোরের ভেলকিতে বেশিক্ষণ টিকতে পারছিলেন না হংকংয়ের ব্যাটসম্যানরা। শেষমেশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান করে হংকং। আর সহজ ম্যাচ জিতে ওয়ানডে ক্রিকেট টিমের মর্যাদা পেয়ে যায় আমেরিকান ক্রিকেট টিম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর