সাভারে এইচএসসি পরীক্ষার্থী নিহত; আটক ৪

রাজধানীর অদূরে সাভারে ছুরিকাঘাতে নাঈম মিয়া নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে সাভারের মধ্য রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে।পরে পুলিশ বুধবার (২৪ এপ্রিল)সকালে অভিযান চালিয়ে নিহতের বন্ধু শাকিল, মিলন, রিফাতসহ ৪ জনকে আটক করেছে। নিহত নাঈম মিয়া (২০) সাভার পৌর এলাকার মধ্য রাজাশন মহল্লার মনির হোসেনের ছেলে। সে চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে জানা যায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে মিলন ও শাকিলের মধ্যে সংঘর্ষ হয়। তখন তাদের বন্ধু নাঈম ফেরাতে গেলে ছুরিকাঘাতে নাঈম গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, বুধবার সকালে এলাকায় অভিযান চালিয়ে নিহতের ৪ বন্ধুকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর