ভেঙে গেলো ১৯ বছরের পুরনো রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রততম গোলের নতুন রেকর্ড গড়েছেন সাউদাম্পটনের আইরিশ স্ট্রাইকার শেন লং। তার এই গোলের মধ্য দিয়ে ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল মাত্র সাত সেকেন্ডেই!

মাঠে এসেও এমন ঐতিহাসিক কীর্তি চোখে দেখার সৌভাগ্য হয়নি অনেক দর্শকের। ম্যাচের বয়স তখন মাত্র ৭.৬৯ সেকেন্ড! গ্যালারিতে নিজেদের আসনে তারা ঠিকঠাক বসার আগেই হয়ে গেল ঐতিহাসিক গোল।

মঙ্গলবার ওয়াটফোর্ডের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েছেন সাউদাম্পটনের আইরিশ স্ট্রাইকার শেন লং। কিক অফের কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াটফোর্ডের জাল কাঁপিয়ে লং ভেঙেছেন সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার লেডলি কিংয়ের রেকর্ড। এদিন ৯০ মিনিটে গোল হজম করে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে সাউদাম্পটন

২০০০ সালে ব্রাডফোর্ডের বিপক্ষে ৯.৮২ সেকেন্ডে গোল করেছিলেন টটেনহ্যামে গোটা ক্যারিয়ার কাটানো লেডলি কিং।

২০০৩ সালে প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানসিটির বিপক্ষে ১০.৫২ সেকেন্ডে গোল করেছিলেন নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়েরার। তার করা গোলটি ইতিহাসে দ্রুততম গোলের তালিকায় তৃতীয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর