ইবিতে বর্ধিত ফি রিভিউ-এ ৩ সদস্যের কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে রিভিউ কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড.রাশিদ আসকারী।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক প্রেস বার্তায় জানা যায়,হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেনকে আহবায়ক করে ৩সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান উল-আম্বিয়া, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।

উল্লেখ্য এ কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ভর্তি ফিস,সেশন ফিস,মাসিক বেতন ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহপূর্বক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফিসসহ অন্যান্য ফিস রিভিউ করে যথাশ্রীঘ্রসম্ভব সুপারিশ পেশ করবে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর