পাইলট-কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা বিমানবন্দর

জেট এয়ারওয়েজের বিমানকর্মীদের বিক্ষোভে সরগরম কলকাতা বিমানবন্দর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জেট এয়ারওয়েজের বিমান চালক, সেবিকা, গ্রাউন্ড স্টাফ ও অন্যান্য কর্মীরা কলকাতা বিমানবন্দরে এ বিক্ষোভ করে।

বিমানবন্দরের অভ্যন্তরে থ্রি সি গেট থেকে ত্রিশ-ই নম্বর গেট পর্যন্ত বিক্ষোভ করে বিমানকর্মীরা।

তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করতে হবে। একই সঙ্গে ভারতের যে সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় আট হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল জেট বিমান সৎস্থা সেটা পরিশোধ করে আবার জেটের বিমান পরিষেবা চালু করতে হবে।

কলকাতা বিমানবন্দরের মিছিলে জেট এয়ারওয়েজের পাইলটরাও অংশ নেন।

আর্থিক কারণে ভারতের অন্যতম জনপ্রিয় এই বিমান সংস্থাটির উড়ান সম্প্রতি বন্ধ রেখেছে সংস্থা। প্রায় ৪০ হাজার মানুষ এই সংস্থার সঙ্গে জড়িত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর