ঝিনাইদহে ১০ম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রাহুল হুড়কে ছুরিকাঘাত করেছে তার সহপাঠি ও বহিরাগতরা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রাহুল বালক বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্র। সে শহরের পাগলা কানাই এলাকার ডা: রতন কুমার হুড়’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র রাতুলের সাথে সহপাঠি ত্বাঈনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামের ৩ বখাটেকে ডেকে আনে। বহিরাগত বখাটেরা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নয়ন, খালিদ ও রাকিব রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর