পাবনায় পুলিশ হত্যায় ৮ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

পাবনার বেড়া উপজেলার ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই স্থানীয় চরমপন্থি দলের সদস্য। এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

সাজাপ্রাপ্তরা হলেন, বেড়া উপজেলার ঢালারচর এলাকার জহুরুল ইসলাম, আটঘরিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হাশেম ওরফে খোকন ওরফে বাচ্চু, রাজবাড়ির জেলার মাইছে ঘাটা গ্রামের জোসন মোল্লা ওরফে জাবেদ, বেড়া উপজেলার রাজধরদিয়অ গ্রামের নিজাম ফকির, ধারাই গ্রামের রফিক ওরফে জৈটা রফিক, কাছাদিয়া গ্রামের আইয়ুব আলী, সুজানগর থানার পশ্চিম কাছাদিয়া গ্রামের শুকুর আলী সরদার ও পুকুরনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে কানা আলম। এদের মধ্যে জহুরুল ও বাচ্চু পলাতক রয়েছে।

তিনি জানান, মামলায় মোট ১৫ জন আসামি ছিলো। এর মধ্যে চার আসামি গত বছর ক্রসফায়াারে নিহত হন। বাকি ১১ আসামির মধ্যে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামির মধ্যে দুইজন এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ২০ জুলাই সন্ধ্যার দিকে ঢালারচর পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য ফাঁড়িতে ফেরার সময় চরমপন্থিরা আক্রমণ করে। নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে ঢালাচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কফিল উদ্দিন (৫০), নায়েক ওয়াহেদ আলী (৩৫) ও কনস্টেবল শফিকুল ইসলাম (৩৫) নিহত হোন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর