শ্রীলংকায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯

শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনার সময় গির্জা ও বিলাসবহুল হোটেলে একযোগে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে গিয়ে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশ কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর পরবর্তী সময় এসব লোকজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত পাঁচশ লোক আহত হয়েছেন।

সন্ত্রাসী গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। এ ছাড়া অল্প পরিচিত স্থানীয় ইসলামপন্থী গোষ্ঠী জাতীয় তাওহিদ জামায়াতের ঘাড়েও দায় চাপাচ্ছে দেশটির সরকার।

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি হচ্ছে- হামলায় বিদেশি সংগঠনের যোগসাজশ আছে। আমাদের কাছে এ ক্ষেত্রে প্রমাণও রয়েছে।

রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। রোববারের বিস্ফোরণে এ নিয়ে ৬০ জনকে আটক করা হয়।

এক দশক আগে তামিল বিদ্রোহের পর এটিকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর