ডাবল সেঞ্চুরির পর যা বললেন সৌম্য(ভিডিও)

সৌম্য সরকার নিজেকে খুঁজে ফিরছিলেনঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) । গেল ২১ এপ্রিল শতক হাঁকিয়ে মনে স্বস্তি ফেরান তিনি। আর মঙ্গলবার ব্যাট হাতে রূদ্রমূর্তি ধারণ করেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন সরকার।

এবারের লিগে ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে খেলছিলেন সৌম্য। ব্যাটে চলছিল ভীষণ রানখরা। লিগের শুরুতে রানই পাচ্ছিলেন না তিনি। পরে সেঞ্চুরি পাওয়ার পর যেন খোলস ছেড়ে বের হন বাঁহাতি ওপেনার। গেল মঙ্গলবার বিকেএসপিতে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে সেরাটা খেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান।

ডাবল সেঞ্চুরি করেও থামেননি সৌম্য। ২০৮ রানে অপরাজিত থেকে দলকে দারুণ জয় উপহার দিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন তিনি। মহাকাব্য রচনার ম্যাচে মহাকাব্যিক ইনিংস খেলার পথে আরেকটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ টপঅর্ডার ব্যাটসম্যান। তার মারা ১৬টি ছক্কা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

দুর্দান্ত এক ইনিংসের বদৌলতে দুহাত ভরে পেয়েছেন সৌম্য। তার রেকর্ডময় দিনে দলের শিরোপা জয়ও নিশ্চিত হয়েছে। ৩১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে জহুরুল ইসলাম অমির সঙ্গে ৩১২ রানের জুটি গড়েন তিনি। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। জহুরুল তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করে (কাঁটায় ১০০) থামলেও আবাহনীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।

তো এমন অবিশ্বাস্য ইনিংস খেলার পর কী বলছেন তিনি? কৌতুহলী পাঠকদের চাহিদাও নিবৃত্ত করেছেন টাইগারদের বিশ্বকাপের স্বপ্নসারথি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর