তদন্তে অপরাধ প্রামাণ হলে ছাড় পাবার সুযোগ নাই : মাসুদ উদ্দি চৌধুরী এমপি

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় কারো যদি কোনো রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ও থাকে তদন্তে অপরাধ প্রমাণ হলে কোন ভাবে ছাড় পাবার কোনো সুযোগ নাই।

বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। এছাড়া নুসরাতকে শ্লীলতাহানির ঘটনায় কারাগারে থাকা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে বারবার অভিযোগের পরও কিভাবে মাদ্রাসার কমিটি তাঁকে অধ্যক্ষ হিসেবে রাখলো ও সভাপতিসহ কমিটির অন্যান্যরা দায়িত্বে অবহেলা যদি থাকে তা তদন্তে বেরিয়ে আসবে। হত্যার পর পরবর্তীতে খুনিদের বাঁচাতে কোন ব্যাংক এ্যাকাউন্টে আর্থিক হয় তাও তদন্তে বেরিয়ে আসবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া নুসরাত জাহান রাফির গ্রামের বাড়িতে সমবেদনা জানাতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এ মন্তব্য করেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নুসরাতের পরিবারের হাতে এক লাখ টাকার নগদ অনুদান প্রদান করেন। উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক রবি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নুর নবী খোন্দকার, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নুর নবী লিটন।

মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক এ মামলাটির বিভিন্ন বিষয়ে মনিটরিং করছেন,তাই আপনারা হতাশ হবেন না। নুসরাত হত্যা মামলায় জড়িত কেউ রেহাই পাবে না। ঘটনায় যেই জড়িত থাকুক এবং যতই শক্তিশালী হোক,নিরপেক্ষ তদন্ত হবে এবং ন্যায় বিচার পাবেন।

এর আগে তিনি নুসরাত জাহান রাফির কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর