শেরপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।

এর অংশ হিসেবে ২৩ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-১/২০১৯-২০২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫শ ৫২ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষি প্রণোদনার আওতায় এক বিঘা জমি আবাদের জন্য ১৫শ ৫২ জন কৃষকদের মাঝে প্রতিজন কৃষককে উফশী আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি ১৫ কেজি, এমওপি সার ১০ কেজি, ধান বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর