লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। এছাড়াও শপথ অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৪ মার্চ বিপুল ভোটে বিজয় হন সালাহ উদ্দিন টিপু। শপথ শেষে বিভাগীয় কমিশনার ও শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
একই সাথে চাঁদপুর ও নোয়াখালী জেলার উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যানদেরকেও শপথ অনুষ্ঠিত হয়।